Lok Sabha Election 2024: ব্যারাকপুরে এবার কি সম্মুখ-সমরে পার্থ-অর্জুন? | ABP Ananda LIVE
Arjun Singh: একজনের নাম ইতিমধ্যে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ব্যারাকপুর (Barrackpore)লোকসভা(lok sabha ) কেন্দ্র থেকে। আরেকজন সেই ব্যারাকপুর থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেও, কোন দলের প্রার্থী হবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন। আর এই পরিস্থিতিতে কয়েকদিন আগে, একইদলের সতীর্থ থাকা পার্থ ভৌমিক (partha Bhowmik) ও অর্জুন সিংহের (Arjun Singh)তরজা চরমে উঠল বুধবার।
Tags :
Barrackpore ??? Arjun Singh TMC ABP Ananda LIVE ??? Arjun Singh Lok Sabha Election 2024 TMC News