Lok Sabha Vote:ভোটের আগে পাটুলিতে ক্যান্সার আক্রান্ত CPMকর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
ABP Ananda LIVE: ভোটের(lok sabha election) আগে পাটুলিতে(patuli) ক্যান্সার আক্রান্ত সিপিএম(cpm) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (tmc)বিরুদ্ধে। গতকাল কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে সিপিএমের একটি পথসভা ছিল। অভিযোগ, সভার আগে মাইকের তার খুলে দেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় সিপিএম কর্মী অভীক চৌধুরীকে মারধর করা হয় এবং এলাকায় থেকে সিপিএম করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মী সুজয় মিত্র ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন। ভোটের পরেও বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি। ভরতপুর বিধানসভার সালারে তৃণমূলের জেলা সম্পাদক মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজারের বাড়ি লক্ষ্য করে আজ সকালে পরপর ৬টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে সালার থানার পুলিশ। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় তৃণমূল জেলা সম্পাদক দায়ী করেছেন ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের অনুগামীদের। জেলা সম্পাদক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলায় এ ধরনের দোষারোপ বলে পাল্টা আঙুল