Lok Sabha Election 2024: শেষ দফা ভোটের আগে শহিদ মিনার ময়দান চত্বরে বিজেপির ড্রোন শো
ABP Ananda LIVE: শেষ দফা ভোটের(lo sabha election 2024) আগে শহিদ মিনার ময়দান চত্বরে বিজেপির (bjp)ড্রোন শো। তুলে ধরা হল বাংলার সংস্কৃতি-ঐতিহ্য থেকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন। আয়োজন করা হয়েছিল লেজার শো-র। আরও খবর, কেন্দ্র নদীবাঁধের টাকা দিয়েছে, সেই টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। শেষ দফার ভোট প্রচারে এসে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্র কোনও সহায়তাই করেনি। এরইমধ্য়ে বুধবার, সন্দেশখালিতে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এক একটা ঝড় আসে... সুন্দরবনের নদীবাঁধ তছনছ করে দেয়। কোথাও বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে গ্রামে... কখনও বা বাঁধের মাটি তলিয়ে যায় নদীগর্ভে... মথুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর এইসব এলাকার বাসিন্দাদের বাঁধ নিয়ে নিত্য়সমস্য়া। শেষ দফা ভোটের আগে, মথুরাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে, মোদির হাতিয়ার। বড় নেতা-লালবাতি গাড়ি-বিশাল কনভয়-হেলিকপ্টার-চার্টার্ড ফ্লাইট এইসব চাকচিক্য় থেকে বহুদূরে নদীপাড়ের বাসিন্দা এই প্রান্তিক মানুষগুলোর জীবনে কি কোনওদিনও বাধাভাঙা দুঃখ ঢোকা বন্ধ হবে?