Lok Sabha Election 2024: হুগলিতে রচনা-লকেট দ্বৈরথ, জেলার দুই প্রান্তে জমজমাট প্রচার। ABP Ananda Live

দুই দিদিরই লক্ষ্য নম্বর ওয়ান হওয়া। জনসংযোগে তাই একজন ধরলেন খুন্তি, একজন সাধারণ মানুষের সঙ্গে খেলেন পাত পেড়ে। একই দিনে হুগলির দুই প্রান্তে প্রচার সারলেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee) ও রচনা বন্দ্য়োপাধ্য়ায় (Rachana Banerjee)। প্রচারের ফাঁকে একে অপরকে নিশানা করেছেন লকেট ও রচনা। একজন পোলবায়, আরেক জন চন্দননগরে। মঙ্গলবার জেলার দুই প্রান্তে প্রচারে ঝড় তুললেন হুগলি (Hooghly Lok Sabha Seat) লোকসভার দুই প্রার্থী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola