Bratya Basu: 'কল্যাণের সম্পূর্ণ অধিকার আছে কাকে সঙ্গে গাড়িতে নেবেন আর কাকে নেবেন না', বললেন ব্রাত্য
Continues below advertisement
ABP Ananda LIVE: 'শ্রীরামপুরে (Serampore)আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। তাঁর সম্পূর্ণ অধিকার আছে তিনি কাকে সঙ্গে গাড়িতে নেবেন আর কাকে নেবেন না। সেখানে কোনও সমস্যা ঘটে থাকলে সেটা তাঁর বিবেচনার ওপরই ছাড়া উচিত', মন্তব্য ব্রাত্য বসুর (Bratya BAsu)।
Continues below advertisement