CBI Raid: শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল নেতার বাড়িতে সকাল সকাল সিবিআই অভিযান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা ভোট (lok sabha election 2024) চলাকালীন বিধানসভা (Bidhan Election)নির্বাচনের পরের হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে CBI। শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)জেলায় তৃণমূল নেতার বাড়িতে অভিযান। মারিশদার সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে CBI। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে চলছে জিজ্ঞাসাবাদ। CBI সূত্রে খবর, তৃণমূল নেতা বাড়িতে না থাকায় তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বিধানসভা ভোটে ফলপ্রকাশের পর, ভোটপরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে CBI। সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা তাঁর বাড়িতে ভোর ৫টা ৩০ মিনিটে সিবিই-র দল তাঁরা এসে পৌঁছায়। কিন্তু এখানে এসে দেখা যায় বাড়িতে ছিলেন তিনি, তাঁর মেয়ে বাড়িতে ছিলেন।