Lok Sabha Election: ভোট শুরুর আগে মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হল
Continues below advertisement
ABP Ananda LIVE: ভোট (lok sabha election)শুরুর আগে মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর (central force)জওয়ানের অস্বাভাবিক মৃত্যু হল। ৪২ বছরের CRPF জওয়ান নীলেশকুমার নীলু গতকাল রাতে বাইশগুড়ি হাইস্কুলে ডিউটিতে ছিলেন। পুলিশ সূত্রে খবর, বাহিনীর তরফে জানানো হয় বিহারের বাসিন্দা ওই জওয়ান ভোটকেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক-মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর দেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।
Continues below advertisement
Tags :
ABP Ananda LIVE West Bengal General Election 2024 West Bengal 1st Phase Polling Live West Bengal Election 2024 West Bengal Phase One Voting Live Phase 1 Voting In West Bengal West Bengal Polling