Chandrima Bhattacharya: 'সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়', আক্রমণ চন্দ্রিমার
ABP Ananda LIVE: আগামী পঁচিশে মে তমলুকে (Tamluk)ভোট। তার আগে জোরকদমে চলছে প্রচার। আজ সেই নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মুখ্য়মন্ত্রীকে(mamata BanerjeE) আক্রমণ করলেন বিজেপি প্রার্থী(BJP) এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly)। পাল্টা জবাব দিয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য। মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে কাল তমলুকে অভিষেকের মিছিল। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। 'সৌজন্য-ভদ্রতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়'। 'অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না'। 'শুধু মমতাকে নন, বাংলার সব মহিলাকে অপমান করেছেন অভিজিৎ'। অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন, এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূলের।