Mamata Banerjee: '৩ বছর ১০০ দিনের টাকা রাজ্যকে দেয়নি বিজেপি', আক্রমণ মমতার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'রোজ মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী(Narendra Modi), হারাতঙ্ক রোগে ভুগছে বিজেপি'(BJP)। 'মোদিবাবু ক্ষমতায় এলে, দেশটা আর দেশে থাকবে না'। '৩ বছর ১০০ দিনের টাকা রাজ্যকে দেয়নি বিজেপি'। নাম না করে প্রধানমন্ত্রীকে ফের প্রচার বাবু বলে কটাক্ষ তৃণমূলনেত্রীর(mamata Banerjee)। 'ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না'। 'সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে'। 'রাজ্যের ১ লক্ষ ৮৪ হাজার কোটি কেন্দ্র আটকে রেখেছে'। 'ওরা খেলতে চাইলে, আমরা খেলা বন্ধ করব'। আরও খবর,  কাজের দিনে সাতসকালে ফের মেট্রো বিভ্রাট। জানা গেছে, আপ মেট্রো লাইনে সিগন্যালের সমস্যার কারণে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে অত্যন্ত ধীরগতিতে মেট্রো চালানো হলেও বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে দমদমগামী একাধিক ট্রেন। ফলে অফিস টাইমে ফের ভোগান্তির শিকার হতে হল মেট্রো যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, দ্রুত সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola