CM Mamata Banerjee: 'ডিসেম্বর থেকে পাওয়া যাবে আবাস যোজনার টাকা', ঘোষণা মমতার। ABP Ananda Live

Continues below advertisement

Lok Sabha Election 2024: 'বলে কিনা তৃণমূল (TMC) দুর্নীতিবাজ, তাই ওঁরা কাজ করবেন। আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাছে চুনোপুটি। জানেই না কিছু। পঞ্চায়েত এলাকায় কে কোথায় কী করেছে, সব পঞ্চায়েত আমাদের নয়। এবং আমরাও মনে রাখবেন, পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের ওপর থাকে না। যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়। 'ডিসেম্বর থেকে পাওয়া যাবে আবাস যোজনার (Awas Yojona) টাকা', ঘোষণা মমতার (CM Mamata Banerjee)। ABP Ananda Live   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram