Mamata Banerjee: বর্ধমানে যিনি জিতেছিলেন, অনেক কিছু খরচাও করেছিলেন : মমতা
(Lok Sabha Election 2024 ) বেরিয়ে ফের দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee injured)। যদিও 'যদি আপনারা বলেন, এই নির্বাচনটা কার ? এটা দিল্লির নির্বাচন, এটা বিধানসভার নির্বাচন নয়।' কুলটির সভায় গিয়ে মনে করালেন মমতা (Mamata Banerjee) । কিন্তু কেন ? কারণ প্রার্থী ইস্য়ুতে নিশানা করলেন বিজেপিকে। চোখে আঙুল দিয়ে দেখালেন, জয়ের পর নিখোঁজের ইতিহাস। মূলত উনিশে জিতেছিলেন বিজেপি প্রার্থী এসএস আহলুওয়ালিয়া। মমতা বললেন, 'বর্ধমানে যিনি জিতেছিলেন, অনেক কিছু খরচাও করেছিলেন।' এরপর তাঁর মুখে ফের উঠে আসে খালিস্তানি প্রসঙ্গ। যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে অপমান করল, তখন আপনি একবারও প্রতিবাদ করেননি কেন ? বললেন মুখ্যমন্ত্রী (CM)।
Tags :
Mamata Attacks BJP Government Lok Sabha ELection 2024 CM Mamata Banerjee Injured Mamata Banerjee Slip And Falls Mamata Banerjee In Durgapur