Lok Sabha Election 2024: দোলের দিন আবিরের থালা হাতে প্রচারে সৃজন ভট্টাচার্য। ABP Ananda Live
Continues below advertisement
Srijan Bhattacharya: দোলের দিন আবিরের থালা হাতে প্রচারে সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। 'দেশটাকে যারা একই রং দিয়ে, একমাত্রিক করে দিতে চাইছে, বসন্ত উৎসবের দিনে নানা রঙে নিজেকে রাঙিয়ে তাদের বার্তা দিতে চাইছি', দোলের দিন আবির খেলার ফাঁকে মন্তব্য করলেন যাদবপুর লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রের সিপিএম (CPIM) প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন বাঘাযতীন এলাকায় জনসংযোগ সারলেন লোকসভা ভোটে বামেদের নতুন মুখ। ABP Ananda Live
Continues below advertisement