Lok Sabha Election 2024: বসিরহাট কেন্দ্রের অন্তর্গত একটি বুথে সিপিএমের এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE: বসিরহাট (Basirhat)কেন্দ্রের অন্তর্গত একটি বুথে সিপিএমের এজেন্টকে(CPM Agenct) বাধা দেওয়ার অভিযোগ। সিপিএম এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের(tmc) বিরুদ্ধে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ সর্দার সিপিএম প্রার্থী এখানে আসেন এবং বাড়ি থেকে বুথ এজেন্টকে হাত ধরে নিয়ে এসে তিনি বুথের ভিতরে বসান। আরও খবর, 

শনিবার শেষ দফা ভোট। তার আগে শুক্রবার থেকে বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনে (Sundardan) একাধিক বুথের সামনে জমেছে জল। এমনকী বাঁকুরায় বজ্রাঘাতে মৃত্য়ু হয়েছে দুজনের। পাশাপাশি বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। এছাড়াও রাজ্য়ের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে সাময়িক সময়ের জন্য় ব্য়হত হয় যান চলাচল। গণতন্ত্রের উৎসবে শনিবার সপ্তমী। ভোটবঙ্গে সপ্তমীতেই বিজয়া। প্রস্তুতি সারা। কিন্তু সপ্তম ও শেষ দফাতেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে জল জমেছে সুন্দরবনের বিভিন্ন বুথের সামনে। শুক্রবার তার মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছন ভোটকর্মীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ,দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির , পাশাপাশি দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার সম্ভবনা রয়েছে।তবে টানা বৃষ্টি হলে শনিবার ভোটগ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে হবে প্রশাসনকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা জায়গাতেই দাঁড়াতে হয় ভোটারদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram