Lok Sabha Election 2024: এই প্রথম দক্ষিণ ২৪ পরগনার বাইরে থেকে ভোটের লড়াইয়ে সুজন চক্রবর্তী
ABP Ananda LIVE: এই প্রথম দক্ষিণ ২৪ পরগনার বাইরে থেকে ভোটের লড়াইয়ে সুজন চক্রবর্তী।সেবার উপনির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে হারিয়ে বারুইপুর কেন্দ্র থেকে জয়ী হন। ২০০৪ সালে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণা বসুকে হারিয়ে সাংসদ হন সুজন চক্রবর্তী। ২০০৯-এ কবীর সুমনের কাছে হারলেও, ২০১৬-র বিধানসভা ভোটে কামব্যাক করেন তিনি। ২০২১-এর বিধানসভা ভোটে হারের পর এবার ফের লোকসভার লড়াইয়ে সুজন চক্রবর্তী। 'লড়াই দ্বিমুখী। তৃণমূল তো দুটো প্রার্থী দিয়েছে শীলভদ্র আর সৌগত। আমরাই লড়াইয়ে আছি। জিতব....' সিপিএমের প্রথম সারির নেতা। সুবক্তা হিসেবেও খ্যাতি রয়েছে। যে দমদম একসময় ছিল সিপিএমের শক্ত ঘাঁটি, সেখানেই এবার লড়াইয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য সুজন। লোকসভার যুদ্ধে তাঁর নজরে তরুণ প্রজন্ম। প্রচুর সিনেমা দেখি। নতুন প্রজন্ম যা শোনে দেখে সেগুলো দেখে জানার চেষ্টা করি...) শনিবার সপ্তম দফায় ভোট দমদমে। ২০০৯ থেকে পর পর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের সৌগত রায়। এবার কি সেই রেকর্ডে চিড় ধরাতে পারবেন সুজন? উত্তর মিলবে ৪ জুন।