Debashish Dhar: শাহের মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে
অমিত শাহের মঞ্চের পিছনে দীর্ঘক্ষণ বসে থাকলেও মঞ্চে ডাকা হল না দেবাশিস ধরকে । এমনকী অমিত শাহের সঙ্গে তাঁকে দেখাও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্য এবং জেলার কয়েকজন বিজেপি নেতা দেবাশিস ধরে মঞ্চে উঠতে বাধা দিয়েছেন বলে অভিযোগ।
গতকাল বীরভূমের রামপুরহাটে অমিত শাহের সভায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রার্থী পদে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর দেবাশিস ধরকে নিয়ে ফের বিতর্ক। এরকমভাবে বিভাজন করা উচিত নয়, প্রতিক্রিয়া দেবাশিস ধরের।