Lok Sabha Election 2024: 'কিছু বালি চোর, কয়লা চোর রাজনীতি করছে', TMC-কে আক্রমণ দিলীপের।
Dilip Ghosh: দিলীপ ঘোষের (Dilip Ghosh) শেষ দিনের প্রচারেও বিতর্ক। দুর্গাপুরের নতুন পল্লিতে রোড শো করার পুলিশি অনুমতি মেলেনি বলে দাবি করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি (BJP) প্রার্থী। প্রচারের শেষ বেলাতেও চেনা মেজাজেই দিলীপ ঘোষ। কেন্দ্র বদলে গেলেও, এবারও লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। ABP Ananda Live