Dilip Ghosh: 'কংগ্রেস অধীর চৌধুরীকে বার করে দিয়ে তৃণমূলের রাস্তা ফাঁকা করতে চাইছেন?' প্রশ্ন দিলীপের
ABP Ananda LIVE: 'তৃণমূলের (tmc)মনোবল এখন নীচে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee) উল্টো-পাল্টা বলছেন। কংগ্রেসও(congress) যত সময় যাচ্ছে হারছে, তাঁদেরও অবস্থা খারপ। অধীর চৌধুরী(adhir chowdhury) কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবঙ্গে, তাঁকে বার করে দিয়ে তৃণমূলের রাস্তা ফাঁকা করতে চাইছেন? কংগ্রেসই ভেবে দেখুক', মন্তব্য দিলীপ ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়কে(mamata banerjee) নিয়ে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের(congress) দ্বিমত। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব, তা তো হতে পারে না। এই বলে ফের সুর চড়ালেন অধীর চৌধুরী(Adhir chowdhruy)। যদিও প্রদেশ সভাপতিকে কড়াবার্তা দিয়ে মল্লিকার্জুন খাড়গে বললেন - অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। 'কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব না'। বাংলায় দলকে রক্ষার লড়াই থামবে না, পাল্টা অধীর।