Dilip Ghosh : তীব্র গরমে প্রচারে বেরোচ্ছেন রোজ, কীভাবে নিজেকে সুস্থ রাখছেন দিলীপ ঘোষ ?
Continues below advertisement
ABP Ananda LIVE: মেদিনীপুর (medinipur) ছেড়ে এবার বর্ধমান(burdwan)-দুর্গাপুর(durgapur) লোকসভা (lok sabha)কেন্দ্রে লড়াই করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (dilip ghosh)। তীব্র গরমের মধ্যে যখন নাওয়া-খাওয়ার অনিয়মই দস্তুর, তখন শরীর সুস্থ রাখাটাও চ্যালেঞ্জ। ভোটপ্রচারের ফাঁকে প্রার্থীর পাওয়ার মিলে আলো ফেলল এবিপি আনন্দ। এই গরমে প্রচারে বেরোচ্ছেন রোজ । শরীর সচেতন দিলীপ দিলেন ফিট থাকার টিপস । সকাল শুরু করছেন দুটো রুটি আর সবজি । দুপুরের খাওয়া সমর্থকদের বাড়ি বা হোটেলে। কোনওদিন হোটেলে খাবার খাচ্ছেন। এই গরমে নিরামিষ খাবার পছন্দ করেন দিলীপ ঘোষ। পাতে থাকে প্রচুর পরিমাণে স্যালাড।নিজে প্রচারে বেরোলেও অন্যদের রোদে না-বেরনোর পরামর্শ দিলেন।
Continues below advertisement