Lok Sabha Election 2024: বাঁকুড়ার ৫টি বুথে EVM-এ বিজেপির ট্যাগ, অভিযোগ পেয়ে তৎপর নির্বাচন কমিশন
ABP Ananda LIVE: বাঁকুড়ার ৫টি বুথে EVM-এ বিজেপির ট্যাগ। অভিযোগ পেয়ে তৎপর নির্বাচন কমিশন। প্রাথমিক রিপোর্ট পেয়ে কমিশন জানায়, বাঁকুড়ার ৫৬, ৫৮, ৬০, ৬১ ও ৬২ নম্বর বুথে ৫টি EVM-এ বিজেপির ট্যাগ লাগানো ছিল। কমিশনিংয়ের সময় শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকায় তিনি অ্যাড্রেস ট্যাগে সই করেন। পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে কমিশন। আরও খবর, কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসালেন হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন, বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থীর। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে নেমে পড়েছে তাঁকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে তাঁকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ আসলে এটা মোদিজির ভোট। দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের।