Dev: গরুপাচার-যোগ নিয়ে আক্রমণের মধ্যেই প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়ো ডক্টরেটের অভিযোগ দেবের
ABP Ananda LIVE: ঘাটালে (Ghatal)ভোটের আগে বিজেপি (BJP)প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের (Hiran Chatterjee)হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো দাবি করে নির্বাচন কমিশনের (election commission)দ্বারস্থ হল আপ। আম আদমি পার্টির দাবি তথ্য় জানার অধিকার আইনে করা আবেদনে আইআইটি খড়গপুর জানিয়েছে বিজেপি প্রার্থী তাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। পাল্টা আইআইটি খড়গপুরের দেওয়া চিঠিকের উল্লেখ করে জবাব দিয়েছেন হিরণ। আরও খবর, 'ভদ্রতাকে দুর্বলতা বলে ভাববেন না', বিজেপিকে হুঁশিয়ারি দেবের (Dev Adhikari)। অভিযোগের পরেই শুভেন্দুকে (BJP Leader Suvendu adhikari) দেবের হোয়াটসঅ্যাপ। ফের কটাক্ষ কুণালের (Kunal Ghosh)। 'সৌজন্যের রাজনীতিতে দেব হলেন দেবাদিদেব। আক্রমণের পরেও যদি শুভেন্দুকে (Suvendu Adhikari) হোয়াটসঅ্যাপ করা যায়, সেটা তাঁদের ব্যাপার', বললেন কুণাল (Kunal Ghosh)। ভোটের ২দিন আগে রক্তাক্ত নন্দীগ্রাম (Nandigram Chaos)। মহিলা বিজেপি কর্মীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে-পিটিয়ে খুন। কোমায় ছেলে এসসি মোর্চার নেতা। বদলা নেওয়ার মুখ্যমন্ত্রীর উস্কানিতেই নন্দীগ্রামে (Nandigram Incident) হামলা। পদক্ষেপ নিতে কমিশনে বিজেপি। ভোটের আগে হামলা ময়নাতেও। বাকচায় হামলা, স্ত্রী-সহ বিজেপি কর্মী গুরুতর আহত। তৃণমূলের (TMC News) বিরুদ্ধে হামলার অভিযোগ, অস্বীকার শাসকদলের (TMC News)। ABP Ananda Live