Humayun Kabir: 'অন্য় রাজ্য় থেকে খেলোয়াড় এনে অধীর চৌধুরীকে হারানো যাবে না', সরব হুমায়ুন
বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার গুজরাতের বরোদার বাসিন্দা ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সরব হলেন হুমায়ুন কবীর। ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্য়, অন্য় রাজ্য় থেকে খেলোয়াড় এনে বা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীকে হারানো যাবে না। মা-মাটি-মানুষের জন্য় লড়াই। এখানে কারওর ব্য়ক্তিগত স্বার্থের জায়গা নেই, প্রতিক্রিয়া শশী পাঁজার।