Lok Sabha Election 2024: কলকাতায় শান্তিপূর্ণ ভোট করাতে বিশেষ পরিকল্পনা পুলিশের | ABP Anada LIVE

Lok Sabha Election: শেষ দফা ভোট শান্তিপূর্ণ করার উদ্দেশ্য়ে বিশেষ উদ্য়োগ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশ সূত্রে খবর, ৩২৪টি স্পেশাল কুইক রেসপন্স টিম থাকছে শেষ দফার ভোটে। পাশাপাশি ভোট চলাকালীন DEO কাছে অভিযোগ আসলে, ১০ মিনিটের মধ্য়ে QRT টিম পৌঁছে সামাল দেবে পরিস্থিতি।

চৌঠা জুনের পর, দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে, কাকদ্বীপের সভা থেকে ভবিষ্য়ৎবাণী প্রধানমন্ত্রীর (Narendra Modi)। পাশাপাশি, পরিবারবাদ নিয়ে বিরোধী জোটকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। যে তুফান আসছে, তা মোদিকে হঠানোর তুফান, পাল্টা বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কখনও ৪০০ পারের স্লোগান...  কখনও আবার বাংলায় বেস্ট পারফরম্য়ান্সের ভবিষ্য়ৎবাণী। বাংলায় ভোট প্রচারে একাধিকবার নরেন্দ্র মোদির মুখে শোনা গেছে এমনই সব শব্দবন্ধ। এরইমধ্য়ে, বুধবার শেষ দফার ভোট প্রচারে তাঁর মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। ৪ জুনের পর রাজনৈতিক ভূমিকম্প হবে। ৪ জুনের পর, পরের ছয় মাসে দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে। এই পরিবারতান্ত্রিক পার্টিগুলি নিজে থেকেই ছত্রাখান হয়ে যাবে। বাংলাকে বিকাশ থেকে বঞ্চিত করছে তৃণমূল: নরেন্দ্র মোদি। বিজেপিকে মজবুত করুন, সব আশা পূরণ হবে: নরেন্দ্র মোদি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola