J P Nadda: 'মোদির নেতৃত্বে মজবুত সরকার, মমতা চান দুর্বল সরকার', কটাক্ষ জেপি নাড্ডার
ABP Ananda LIVE: 'অনুপ্রবেশকারীদের সঙ্গে সমঝোতা মমতা বন্দ্যোপাধ্যায়ের'(mamata banerjee)। 'সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার'। পুরুলিয়ার(purulia) রঘুনাথপুরের সভা থেকে আক্রমণে জেপি নাড্ডা। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ নাড্ডার। 'বাংলায় মন্ত্রীর বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার হয়'। পার্থ চট্টোপাধ্যায়ের(partha chatterjee) নাম নিয়ে তৃণমূলকে আক্রমণ নাড্ডার। 'অন্যদিকে তোষণ-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন নরেন্দ্র মোদি'। 'মোদির নেতৃত্বে মজবুত সরকার, মমতা চান দুর্বল সরকার'। পুরুলিয়ার রঘুনাথপুরের সভা থেকে আক্রমণে জেপি নাড্ডা(jp nadda)।
Tags :
J P Nadda BJP News MAMATA BANERJEE Election 2024 Subhas Sarkar BJP Meeting Lok Sabha ELection