Srijan Bhattacharya: 'যাদবপুর ঠিক করে ফেলেছে লাল পতাকাকে জেতাবে', হুঙ্কার সৃজনের | ABP Ananda LIVE
Lok Sabha Election 2024: 'তৃণমূল(tmc) যদি এইসব না করে তাহলে নির্বাচন(lok sabha election) ঠিক জমে না। তৃণমূল ওদের কাজ করেছে, প্রতিটি ভোটেই করে। আগের ভোটগুলিতেও বাধা দেওয়ার চেষ্টা করেছে। হাওয়া বুঝতে পারছে, যতদিন যাচ্ছে লাল পতাকার পক্ষে লোক বাড়ছে। যাদবপুর ঠিক করে ফেলেছে লাল পতাকাকে জেতাবে। মানুষকে আস্থা দিচ্ছি, ভোট করুন, ভোট দিন। আমরা আছি রাস্তায়, যাদবপুরে(Jadavpur) জেতার জন্যই নেমেছি', বললেন সৃজন ভট্টাচার্য(Srijan Bhattacharya)।খড়দার পর যাদবপুর(Jadavpur)। ফের তৃণমূলের বাধার মুখে পড়লেন সিপিএম(CPM) প্রার্থী। পঞ্চসায়র থানা এলাকায় শহিদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর (Srijan Bhattacharya)রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা হয়। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি, ছিঁড়ে দেওয়া হয় পতাকা, ফ্লেক্স। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনিতে সৃজন ভট্টাচার্যর প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। এভাবে বামেদের রুখতে পারবে না তৃণমূল। যাদবপুরে এবার তাঁরাই জিতবেন বলে দাবি করেন সৃজন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।