LokSabha Election 2024: গড়বেতায় ধুন্ধুমার, আক্রান্ত এবিপি আনন্দ। ABP Ananda Live

Continues below advertisement

LokSabha Election: দাঁতনে তৃণমূল (TMC News)-বিজেপি (BJP News) তুমুল সংঘর্ষ। বাঁশ-লাঠি নিয়ে হামলা, আহত বেশ কয়েকজন। ষষ্ঠ দফা ভোটের (LokSabha Election 2024) আগে ফের খুন। মহিষাদলে নিহত তৃণমূল (TMC) নেতা। রাতে বাড়ি ফেরার পথে কোপ। বিজেপির (BJP) বুথ সভাপতি-সহ গ্রেফতার ৫। ঝাড়গ্রামের গড়বেতায় ধুন্ধুমার। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে মাথা ফাটল প্রার্থীর নিরাপত্তারক্ষীর। আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙচুর এবিপি আনন্দর গাড়ি। ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে (Lok Sabha Election 2024) বাধা দেওয়ার অভিযোগ। গড়বেতায় ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ সিইও-র। আরও কিউআরটি পাঠানোর নির্দেশ। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন (Election Commission of India)। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram