Kunal Ghosh:রাজনৈতিক কর্মীর উপর দমনপীড়ন হতে পারে, শৃঙ্খলাটা শৃঙ্খল হয়ে যেতে পারে', মন্তব্য কুণালের

Continues below advertisement

ABP Ananda LIVE: পদ হারিয়ে 'হীরক রাজার দেশে' দেখবেন কুণাল ঘোষ। গান গাইছেন তৃণমূলের(TMC) অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের (Kunal Ghosh)নিশানায় ফের দেব (Dev)ও সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)। ডেরেক ও'ব্রায়েনকে 'কুইজ মাস্টার, পিয়ন' বলে কটাক্ষ কুণালের। শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসায় কুণাল। 'মমতা-অভিষেক হয়ত আমার পারফরম্যান্সে সন্তুষ্ট নয়'। 'কিন্তু ধার করা সেলিব্রিটির ক্ষেত্রে দল কোনও পদক্ষেপ করে না। 'রাজনৈতিক কর্মীর উপর দমনপীড়ন হতে পারে, শৃঙ্খলাটা শৃঙ্খল হয়ে যেতে পারে'। 'এই দলে যাঁরা মন জুগিয়ে চলতে পারবে, সেই টিকে থাকবেন'। 'শুভেন্দু সারা রাজ্য ঘুরে পারফর্ম করে চলেছেন'। 'শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে পারফর্ম করে বেড়াচ্ছেন'। 'তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ কেন অন্য কেন্দ্রে যাচ্ছেন না'। 'শুভেন্দুর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শেখা উচিত'। 'তৃণমূলের লোকসভার দলনেতা কেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন না?' 'মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) গদ্দার বলেছেন'। 'দেব বলছেন, গদ্দার শব্দটি পছন্দ করেন না'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram