Lok Sabha Election 2024: এবার কুণালের অস্ত্র ছবি! কেন নিশানা রাজ্যপালকে? ABP Ananda Live

এবার একটি ছবি সামনে এনে রাজ্যপালের পদত্যাগ দাবি করলেন কুণাল ঘোষ (Kunal ghosh)। তাঁর দাবি, বিজেপির প্রতীক নিয়ে রাজ্যপালের ছবি প্রকাশ্যে এসেছে। রাজ্যপালের এই ছবি সত্যি হলে ওঁর পদত্যাগ করা উচিত। অন্যদিকে, রাজভবনের মহিলা কর্মীকে শ্লীলতাহানি অভিযোগের মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছেন রাজ্যপালের OSD।

ফের রাজ্যপালকে নিশানা করলেন কুণাল ঘোষ। সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে নতুন অভিযোগ তুলে, তাঁর পদত্যাগ দাবি করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক। রাজ্যপালের এই ছবিটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ লিখেছেন, বিজেপির প্রতীক নিয়ে রাজ্যপাল। মাননীয় রাজ্যপালের স্পষ্ট করা উচিত ছবিটি সত্য নাকি নয়। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের মহিলা কর্মীকে শ্লীলতাহানি অভিযোগের নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই ঘটনার তদন্তে ৪১এ ধারায় রাজ্যপালের ওএসডিকে নোটিস পাঠায় পুলিশ। তার প্রেক্ষিতে এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যপালের OSD। তার মধ্য়ে রাজ্য়পালের বিরুদ্ধে নতুন অভিযোগে সরব হলেন কুণাল ঘোষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola