Lok Sabha Election 2024: কখনও মন্দিরে কখনও গ্রামের রাস্তায়! জোরকদমে প্রচার খগেনের। ABP Ananda Live
লোকসভা ভোট (Lok Sabha Election 2024) শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি। তার আগে জোরকদমে চলছে প্রচার। মালদা উত্তরের (Malda Uttar) বিদায়ী বিজেপি সাংসদ এবং এবারের বিজেপি প্রার্থী খগেন মুর্মু (Khagen Murmu)। নিজের লোকসভা নির্বাচনী এলাকায় প্রচার শুরু করেছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী।