Mamata Banerjee: 'সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর বিজেপির এটাই পরিকল্পনা', কীসের কথা বললেন মমতা ?
Continues below advertisement
'সন্দেশখালির মা-বোনেরা মা-বোনেরা নয়? দুটো ভিক্ষা দিয়েছেন। তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কী লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। বিজেপি সন্দেশখালির যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে এরা চক্রান্ত করে। দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে পুতুল ওদের ভাষায়।আমাদের ভাষায় আমাদের দেবতা। সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল। আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল। দিয়ে বলবে রাস্তা অবরোধ করল দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে। আমি সব প্রশাসনকে বলব রাজ্য় জুড়ে টেক কেয়ার সন্দেশখালি ব্য়র্থ হওয়ার পর বিজেপির এটাই প্ল্য়ান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না। কোনও জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে।' গোঘাটের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement