Mamata Banerjee: 'সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে', আক্রমণ মমতার
ABP Ananda LIVE: ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালিতে(sandehskhali) ফের অস্ত্র! জেলিয়াখালিতে শাসক দলের সভাস্থলের কাছে বনদুক হাতে তৃণমূলের(tmc) দুষকৃতীরা, দাবি স্থানীয়দের। উদ্ধার ভাঙা আগ্নেয়াস্ত্র। 'সন্দেশখালি নিয়ে নাটক করেছে, মিথ্যা কথা ধরা পড়ে গিয়েছে', আক্রমণ মমতারmamata banerjee)। 'গ্রামের লোক বলছে তৃণমূলের লোকেরা অস্ত্র নিয়ে ঘুরছে, ভিডিও জারি করে বড় বড় কথা বলছে', পাল্টা সুকান্ত(sukanta majumdar)।
Tags :
Mamata Banerjee MAMATA BANERJEE Election 2024 Lok Sabha ELection Sandehskhali Sandehskhali Incident