Mamata Banerjee: 'সন্দেশখালিতে নাটক, ফাঁস হয়ে গেছে', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা ভোটের (lok sabha election)তৃতীয় দফার আগে সন্দেশখালি(sandehskhali) নিয়ে তৃণমূলের দেখানো ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের আগে কি অস্ত্র মজুতের পরিকল্পনা করেছিল বিজেপি? তৃণমূলের দেওয়া ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন। তাঁর গলা বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন সন্দেশখালি ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।