Mamata Banerjee:'যে ছেলেমেয়েরা যোগ্য়,CBI-কে দিয়ে রিপোর্ট করিয়ে তাদেরও তুমি চাকরি খেয়েছ',আক্রমণ মমতার

ABP Ananda LIVE: বিজেপি(BJP)-সিপিএমকে(CPM) আক্রমণ করতে গিয়ে এতদিন বারবার সব চাকরিহারাদের প্রসঙ্গ টেনে আনতেন মুখ্য়মন্ত্রী(mamata Banerjee)। আজ যখন সুপ্রিম কোর্টে (Supreme court)SSC বলল, যোগ্য় চাকরিপ্রাপকের সংখ্য়া উনিশ হাজার, তখন মুখ্য়মন্ত্রী বললেন, যোগ্য় চাকরিপ্রাপকদের কথা। বললেন, ''যে ছেলেমেয়েরা যোগ্য়, CBI-কে দিয়ে রিপোর্ট করিয়ে তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছ।'' কটাক্ষ করে পাল্টা বিরোধী দলনেতা বলছেন, প্রধানমন্ত্রী যোগ্য়দের পাশে থাকার বার্তা দিতেই মুখ্য়মন্ত্রীর এই অবস্থান বদল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola