Mamata Banerjee: 'মিঠুনকে রাজ্যসভার সাংসদ করেছিলাম, জানতাম না মিঠুন এত বড় গদ্দার', আক্রমণ মমতার
Continues below advertisement
ABP Ananda LIVE: ' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস (RSS)-এর অফিসে মাথা নিচু করেছে'। 'বিজেপি অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে গেছে, সেই অধিকার কেউ দেয়নি'। ' বিশেষ সম্প্রদায়ের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে'। 'রামনবমীতে মুর্শিদাবাদে হিংসা পূর্বপরিকল্পিত'। 'রামনবমীর (Ram Navami)আগের দিন ডিআইজি-কে সরানো হল বিজেপি নাটক করতে দেওয়ার জন্য ?' 'বিজেপির যে বিধায়ক হিংসা ছড়িয়েছে তাকে গ্রেফতার করা হবে না কেন ?' ' হাওড়াতেও(howrah) বিজেপি (BJP)সকালেই অস্ত্র নিয়ে মিছিল করেছে'। 'অশান্তির পরিকল্পনা করেই গোটা জেলা যিনি চিনতেন সেই ডিআইজি-কে সরানো হয়েছে '। 'বিজেপি-কে জিজ্ঞাসা করুন কোন কাজটা আপনারা করছেন '। 'আমরা ২০০ রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি'।
Continues below advertisement