Mamata Banerjee: 'বাংলায় এনআরসি করতে দেব না', হবিবপুরে মঞ্চে ফের সরব মমতা। ABP Ananda Live
'১০০ দিন থেকে রাস্তা, সবক্ষেত্রে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশ-বিহারের সঙ্গে বাংলার তুলনা করে দেখুক। ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র', চ্যালেঞ্জ মমতার (Mamata Banerjee)। 'বাংলায় এনআরসি (NRC) করতে দেব না', তোপ মমতার।
Tags :
Lok Sabha ELection 2024