Mithun Chakraborty: সুকান্তর সমর্থনে নির্বাচনী প্রচারে মিঠুন
কুশমণ্ডির সভা থেকে তৃণমূলকে কটাক্ষ মিঠুনের। 'বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? গরু-কয়লা-বালি চুরি করে?' 'আমাদের প্রতিপক্ষ দুর্নীতিগ্রস্ত পার্টি, গরু-কয়লা-বালি চুরি করে।' 'আপনারা কি দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট দেবেন?' 'সুন্দর বাংলা গড়বে বিজেপি, এটাই মোদির গ্যারান্টি।'