Narendra Modi: 'তোষণের জন্য সংবিধানের উপরেও হামলা চালাচ্ছে তৃণমূল', মোদির হাতিয়ার ওবিসি
ABP Ananda LIVE: 'এবারের ভোটে বাংলায় এটাই আমার শেষ সভা', 'এবারের ভোটে নেতা নয়, নেতৃত্ব দিচ্ছে জনতা', 'মানুষ গত ১০ বছরের উন্নয়ন দেখেছে এবং ৬০ বছরের বঞ্চনাও দেখেছে', 'পরিবারতন্ত্রের রাজনীতি কোটি কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে', 'আজ গোটা বিশ্বে ভারতের পতাকা উড়ছে, আপনাদের একটা ভোটের জন্য', 'আমরা গত ১০ বছরে ৪ কোটি গরিব মানুষকে পাকা বাড়ি তৈরি করে দিয়েছি', '১২ কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছি', 'বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত', 'বিকশিত, ভারতের জন্য বিকশিত বাংলাকে প্রয়োজন','সেইজন্য বাংলা থেকে বেশি সংখ্যক বিজেপি সাংসদ চাই', 'বিকশিত বাংলা গঠনের জন্য পূর্ণ শক্তিতে কাজ করার গ্যারান্টি দিচ্ছি', 'তৃণমূল ও ইন্ডিয়া জোট বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে', 'তৃণমূলের কাছে একটাই হাতিয়ার, 'এটা হতে দেব না'','মোদি উন্নয়ন করলে, তৃণমূল বলে 'এটা হতে দেব না'', 'গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করলেও তৃণমূল বলে 'এটা হতে দেব না'', কাকদ্বীপের সভা থেকে বললেন মোদি।