Barasat: বারাসাতের কদম্বগাছিতে ছাপ্পা ভোটের অভিযোগে গ্রেফতার ১ তৃণমূল এজেন্ট

বারাসাতের কদম্বগাছিতে ছাপ্পা ভোটের অভিযোগে গ্রেফতার ১ তৃণমূল এজেন্ট। তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের থেকে তৃণমূল নেতাদের উদ্ধার করেছে পুলিশ।

ভোটের পরেও হিংসা, রাজ্যে বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা। ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ১৯ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন থেকে সময়সীমা বেড়ে হল ১৯ জুন, কমিশন সূত্রে খবর।

ভোট শেষ হতেই শুরু হিংসা। কলকাতা থেকে জেলা, আক্রান্ত একের পর এক বিজেপি কর্মী। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন। বেলেঘাটা, ট্যাংরায় তাপস রায়ের পোলিং এজেন্টদের মার। সোনারপুরের খেয়াদহে মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির।বেলেঘাটা, নারকেলডাঙায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী-সমর্থক। পাল্টা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর। ভাটপাড়ায় অর্জুন সিংহর এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে পড়ল বোমা।

এদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট মিটতেই সন্দেশখালিতে ফিরল ১১৪ ধারা। আজ সকাল ৬টা থেকে ১৭টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola