Partha Chatterjee: 'কুণাল ঘোষকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল', আক্রমণ জেলবন্দি পার্থর

ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতি(Recruitment Scam) নিয়ে এবিপি আনন্দে(ABP Ananda) মুখ খুলে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছিলেন, একুশের আগেই চাকরি বিক্রির কথা জানত তৃণমূল। আর এরপরই কুণালকে নিশানা করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়(Partha chatterjee)। বললেন, বিরোধীদের থেকে তৃণমূলের বেশি ক্ষতি করছে কুণাল। তাঁকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। পাল্টা কটাক্ষে জবাব ফিরিয়ে দিয়েছেন কুণাল ঘোষও।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola