Lok Sabha Election 2024: ২ তৃণমূলের এজেন্টকে অপহরণের অভিযোগ দেবাংশুর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE:  ষষ্ঠ দফার ভোটের (lok sabha election phase 6)শুরু থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে (Tamluk Lok Sabha Constituency)। ভোট শুরুর আগেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল হলদিয়ায়। আর এবার প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারকে কোথায় ভোট দিতে হবে দেখিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুধু তা-ই নয়, তিনি তাঁদের দুই এজেন্টকে 'অপহরণের' অভিযোগও তুলেছেন। দেবাংশুর কথায়, 'তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে। আমাদের দুই জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না। নন্দীগ্রামে একটি বুথে প্রিজাইডিং অফিসার উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। এনিয়ে জেনারেল অবজার্ভারকে হোয়াটসঅ্যাপ করেছি। আমরা বিশ্বাস করি, টুকলি করে পাস করা যায়, কিন্তু ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছেন। যেখানে অপহরণ করা হয়েছে সেখানে বিকল্প বসানো হয়েছে। পুলিশকে জানানো হয়েছে বিষয়টি। সোনাচূড়ায় গত দুই দিনে প্রচুর ভোটারের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে, যদি বাঁচতে চান জমা দিয়ে দিন, রবিবার সবাই ফেরত পাবেন। এরকমভাবে হুমকি দিয়ে প্রচুর লোকের জমা নিয়ে নেওয়া হয়েছে। গোটা সোনাচূড়া সন্ত্রস্ত এখনও পর্যন্ত। কর্মীদের আটকানো হয়েছে। খবর পেলাম, কোনও একটা জায়গায় সম্ভবত বাঁশের সাঁকো ছিল। যেখানে ওপার দিয়ে ভোটাররা আসেন। প্রায় ৪০০ ভোটার। সেই সাঁকোটা ভেঙে দেওয়া হয়েছে। যাতে ৪০০ ভোটার আসতে না পারেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram