Lok Sabha Election 2024: 'আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না', বললেন মোদি। ABP Ananda Live

Continues below advertisement

 Lok Sabha Election 2024: ভোটে (Lok sabha Election 2024) বিজেপিকে (BJP News) সমর্থনের অভিযোগ। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ মমতার (CM Mamata Banerjee)। সন্ন্যাসীদের একাংশকে আক্রমণে মমতা, পাল্টা নিশানা মোদির (PM Narendra Modi)। 'ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে এত সাহস পাচ্ছে। আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না', বললেন মোদি। মমতার শুভবুদ্ধির উদয় হোক। মন্তব্য বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দের। 'শাহজাহানকে (Sheikh Shahjahan) বাঁচাতে সন্দেশখালির (Sandeshkhali chaos) মহিলাদের দোষী বলে চিহ্নিত করছে তৃণমূল', সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে তৃণমূলকে (TMC News) নিশানা মোদির। 'নরেন্দ্র মোদি (Narendra Modi) উন্নয়নের নামে ভোট চাইছেন', 'মোদি টাকা দিচ্ছেন, লুঠ করছে তৃণমূল সরকার', 'মোদি ফের প্রধানমন্ত্রী হলে পাক অধিকৃত কাশ্মীর ভারতে চলে আসবে','অসম্ভবকে সম্ভব করার নাম নরেন্দ্র মোদি', 'চোরেদের পার্টি তৃণমূল কংগ্রেস', 'মামলা আর হামলা করে দল চালাচ্ছে তৃণমূল', বললেন শুভেন্দু। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram