Lok sabha Election 2024: 'ভোটব্যাঙ্কের স্বার্থে মানুষের আস্থায় আঘাত তৃণমূলের', আক্রমণ মোদির।
Lok Sabha Election 2024: সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে (CM Mamata Banerjee) পাল্টা নিশানা মোদির (PM Narendra Modi)। ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sebasram Sangha), রামকৃষ্ণ মিশন (Ramkrishna Mission), ইসকনকে ধমকাচ্ছে, আক্রমণ মোদির। 'বাংলার তৃণমূল (TMC News) সরকার সাধুদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। মুসলিম ভোটব্যাঙ্কের স্বার্থে কত নীচে নেমে গিয়েছে তৃণমূল (TMC)। আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না। এদের এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়। রামের নামেও আপত্তি তৃণমূলের (TMC), আক্রমণ মোদির (PM Narendra Modi)। ভোটব্যাঙ্কের (Lok Sabha Election) স্বার্থে মানুষের আস্থায় আঘাত তৃণমূলের'। মমতার (CM Mamata Banerjee) শুভবুদ্ধির উদয় হোক। মন্তব্য বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দের। ABP Ananda Live
Tags :
CM Mamata Banerjee CM Mamata Banerjee PM Narendra Modi Lok Sabha ELection 2024 Lok Sabha ELection