PM Narendra Modi: 'তৃণমূলের জমানায় এখন শুধু দুর্নীতি', মালদার সভা থেকে তীব্র আক্রমণ মোদির।
Continues below advertisement
Lok Sabha Election 2024: 'একটা সময় ছিল যখন বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত। সামাজিক সংস্কার থেকে বিজ্ঞান-সবকিছুতেই নেতৃত্ব দিত বাংলা। দেশের জন্য বলিদানে, জীবনের সবক্ষেত্রেই নেতৃত্ব দিত বাংলা। আগে বাম, এখন তৃণমূল শাসনে বাংলার সম্মান ধূলিস্যাত হয়েছে। তৃণমূলের (TMC) জমানায় এখন শুধুই একটাই কথা হাজার কোটির দুর্নীতি, মালদার সভা থেকে তীব্র আক্রমণ মোদির (PM Narendra Modi)। ABP Ananda Live
Continues below advertisement