Lok Sabha Election 2024: শীলভদ্রের বিরুদ্ধে পোস্টার, গুরুত্ত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী।
Suvendu Adhikari: লোকসভা ভোটে (loksabha Election 2024) বিজেপির (BJP) প্রার্থী নিয়ে ক্ষোভের রেশ যেন মিটছেই না। এবার স্বপন মজুমদার, শীলভদ্র দত্ত, সজল ঘোষের (Sajal Ghosh) বিরুদ্ধে দেখা গেল পোস্টার। পোস্টারে লেখা 'শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) চাপিয়ে দেওয়া প্রার্থীকে আমরা মানছি না'। যদিও তার বিরুদ্ধে পোস্টারকে গুরুত্ত্ব দিতে নারাজ শীলভদ্র দত্ত। ABP Ananda Live