Lok Sabha Election 2024: সপ্তম দফার ভোটে ফের উত্তপ্ত সন্দেশখালি, দফায় দফায় অশান্তি ভাঙড়ে
ABP Ananda LIVE: শেখ শাহজাহানের(Sheikh Shahjahn) খাসতালুকে ভোটের দিন মার খেলেন তৃণমূলের (tmc)এজেন্ট ও কর্মীরা। অভিযোগের তির বিজেপির দিকে। বসিরহাট(Basirhat) লোকসভার সন্দেশখালির সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৩ ও ৩৫ নম্বর বুথের ঘটনা। এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ।
কাশীপুরে (kashipur)৫৭ নম্বর বুথে ভোটদানে (lok saha election 2024)বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতা উত্তর(north kolkata) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়। বিজেপির অভিযোগ, রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল। সকালে এই নিয়ে গন্ডগোল বাধে। তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূল কর্মীরা। কাশীপুর থানার OC-কে ফোন করেন তাপস রায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আরও খবর, সই মিলছে না কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস রায়ের(tapas roy)। এই অজুহাতে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আমহার্স্ট স্ট্রিটের রাজা রামমোহন রায় স্কুলের বুথে। এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসালেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। ভোটদানে বাধা দেওয়ায় সাতসকালেই EVM, VV-PAT ছুড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। জয়নগর (Joynagar)লোকসভার কুলতলির (kultali)মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারীর অভিযোগ, বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা EVM, VV-PAT জলে পুকুরে ফেলে দেন। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন জয়নগরের বিজেপি প্রার্থী।