Bengal Post Poll Violence: কলকাতা থেকে জেলা, আক্রান্ত একের পর এক বিজেপি কর্মী
ভোট শেষ হতেই শুরু হিংসা। কলকাতা থেকে জেলা, আক্রান্ত একের পর এক বিজেপি কর্মী। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন। বেলেঘাটা, ট্যাংরায় তাপস রায়ের পোলিং এজেন্টদের মার। সোনারপুরের খেয়াদহে মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির।বেলেঘাটা, নারকেলডাঙায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী-সমর্থক। পাল্টা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর। ভাটপাড়ায় অর্জুন সিংহর এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে পড়ল বোমা।
বাংলায় শুরু ভোট পরবর্তী হিংসা। নদিয়ার কালীগঞ্জে খুন বিজেপি কর্মী। বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন, দাবি পরিবারের।পারিবারিক বিবাদের জেরে খুন, পাল্টা দাবি শাসক দলের। 'একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে'। খুনের সঙ্গে রাজনীতির যোগ নেই, দাবি পুলিশের। আজ ঘটনাস্থলে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়।