Supreme Court: লোকসভা ভোটের মধ্যে ইডি-র ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটের (lok sabha election 2024)মাঝেই ইডির ক্ষমতায় রাশ টানল সুপ্রিম কোর্ট(Supreme court)। 'বিশেষ আদালতের অনুমতি ছাড়া আর্থিক নয়ছয়ে অভিযুক্তকে গ্রেফতার নয়।' হেফাজতে নিতে হলে আদালতে আবেদন জানাতে হবে ইডিকে, নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। লোকসভা ভোটের মধ্যে ইডি-র ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট। বিশেষ আদালতের সমনে হাজির হলে, পি এম এল এ- র ১৯ নম্বর ধারায় গ্রেফতার নয়। পি এম এল এ-র ১৯ নম্বর ধারায় কারও কাছে থাকা জিনিস এবং অপরাধী বলে বিশ্বাস করা যায়, এমন লিখিত তথ্যের ভিত্তিতে গ্রেফতারের ক্ষমতা ছিল ইডির হাতে। বৃহস্পতি বার নির্দেশ দিয়েছে ইডি অভিযোগ দায়ের করা অবধি অভিযুক্ত গ্রেফতার না হলে, পরে গ্রেফতার করা যাবে না। বিশেষ আদালতে প্রথমে সমন জারি করতে হবে।