LOkSabha Election 2024: 'কালকে উত্তর দেব', মমতাকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ABP Ananda Live

Suvendu Adhikari: লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তাঁকে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল বলে অভিযোগ তোলার পাশাপাশি, 'বদলা' নেওয়ার ঘোষণা করলেন মমতা। সরাসরি নাম না করলেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করেই তিনি এমন মন্তব্য করেছেন বলে জোর জল্পনা রাজনৈতিক মহলে।এর আগেও নন্দীগ্রামে পরাজয় নিয়ে একই অভিযোগ তুলেছেন। এ নিয়ে আদালতেও গিয়েছেন তিনি। তবে এদিন সরাসরি 'বদলা'র হুঁশিয়ারি দেন তিনি। মমতা বলেন, "আজ না হয় কাল, বদলা তো নেবই আমি। কী ভাবে, কী উপায়ে, তা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি ক্ষমতায় থাকবে না, সিবিআই (CBI)-ইডি-আয়কর কোলে বসিয়ে রাখবে না। যাঁরা করেছেন, তাঁদের বলি, মাথার উপর যদি ঈশ্বর-আল্লাহ্ থেকে থাকেন, তাঁরাই করবেন। বিজেপি (BJP) দিল্লিতে ক্ষমতায় আছে বলে কমিশনকে দিয়ে মেদিনীপুর লুঠ করে। আমি আদালতে মামলা করেছি। পড়ে আছে এখনও। আজ না হয় কাল, বদলা নেবই নেব। কারণ ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয়।" ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola