Suvendu Adhikari: 'অগ্নিমিত্রা পাল নাকি বহিরাগত, আর জুন মালিয়া কী ?' শুভেন্দুর নিশানায় মমতা

"মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছেন, এখানে আসবেন কেন? উনি নাকি বহিরাগত। আর জুন মালিয়া কী?  কী ভাষার ছটা এই মুখ্যমন্ত্রীর, কালকে বলছে, ডাক্তার  কেন চাকরি ছেড়ে দিল, আমি চাইলে আটকে দিতাম এনওসি। আরে আপনি দেননি ওর পদত্যাগ রিসিভ করেননি। ফেরেববাজ মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে দিয়েছিলেন, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ডাক্তার প্রণত টুডু আবেদন করেছিল, হাইকোর্ট কান মুলে পদত্যাগ বাধ্য করিয়েছে।" শালবনির সভা থেকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "দাসপুরে গিয়ে জুতোয় সেফটিপিন ঢুকিয়েছে। একদিন একটা সভাতে ১ কোটির বেশি শুধু পুলিশের খরচ। কী কী থাকে, ষাঁড় ধরা পুলিশ, কুকুর ধরা পুলিশ, সাপ ধরা পুলিশ, জল টেস্ট করা পুলিশ, চা বানানো পুলিশ, জুতো বওয়া পুলিশ। লোকে পানীয় জল পায়, মা বেটা এলে ট্যাঙ্কে করে জল ছড়ানো হয়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola