Suvendu Adhikari: 'সিনেমা করতে গরু পাচারের ৫০ লক্ষ এনামুলের থেকে নিয়েছিলেন দেব', দাবি শুভেন্দুর
Continues below advertisement
LokSabha Election: সিনেমা করতে গরু পাচারের ৫০ লক্ষ এনামুলের কাছে থেকে নিয়েছিলেন দেব, দাবি শুভেন্দুর (Suvendu Adhikari) । ডায়েরিতে যে কোনও দেবের নাম থাকতে পারে, ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, পাল্টা ঘাটালের তৃণমূল প্রার্থী।'আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না', সোশাল মিডিয়ায় শুভেন্দুর পোস্টের পরই পাল্টা আক্রমণে দেব, 'তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন', পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানের হিরণের ছবি দেওয়া পোস্টার পোস্ট দেবের, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর হিরণ তাঁকে কাউন্সিলরের পর্যায় নামিয়ে আনছেন, বলেও কটাক্ষ দেবের। প্রসঙ্গত, কিছুদিন আগেই শুভেন্দু বলেছিলেন, 'ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। ২৩ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়ব ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরোবে না।'
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 DEV Elections 2024 Lok Sabha Election 2024 Date Lok Sabha Election 2024 Schedule India General Election India General Election Schedule Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha Polls Result 2024 Date