Suvendu Adhikari: '২৩ তারিখ এমন জিনিস ছাড়ব, ঘাটালের হিরোকে জিরো করব', দেবকে হুঁশিয়ারি শুভেন্দুর
এবার দেবকে 'ডেডলাইন' হুঁশিয়ারি শুভেন্দুর। ২৩ তারিখ সোশাল মিডিয়ায় 'বোমা' ফাটানোর হুঁশিয়ারি বিরোধী দলনেতার । দেখা যাবে কী হল, পাল্টা জবাব ঘাটালের তৃণমূল প্রার্থীর।
ঘাটালের হিরোকে জিরো করব। ২৩ তারিখ এমন জিনিস আমি ছাড়ব, আর ঘর থেকে ওই দিন বেরোবে না। শনিবার পাঁচকুড়ির সভা থেকে দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। যদিও এতে গুরুত্ব দিতে নারাজ দেব। পাশাপাশি, ভাইরাল অডিও বিতর্কেও এদিন হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেবকে পাল্টা আক্রমণে নেমেছেন হিরণও।
ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের শেয়ার করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়।